কোনো একদিন সূর্য উঠবে।
আমি শুধু উঠবো না জেগে!!
নির্জনে হারিয়ে যাবো-সময় শেষ বলে।
আল্লাহ আমায় নিবেন তুলে-আযারাইল পাঠিয়ে!
দেহখানা রবে পড়ে-মাটিরই বুকে!.!
সাড়ে তিনহাত মাটির ঘরে।
রাখিবে আমায়-মানবকুলে!
সবাই যখন আসবে দূরে।
দুই ফেরেশতা আসবেন কাছে!!
জবাব যদি না পারি ছওয়ালের!
আযাব হবে ঐ কবরেই!
আজাব যদি হয় কবরে!
কি মুখ নিয়ে দাড়াবো রোজ হাশরে?
আমার নবীরে কি জবাব দিবো আমি?
ভেবে পাই না কুল কিনারা!
মাঝে মাঝে দিশেহারা!
দুই কাধের দুই ফেরশতা-
দিবানিশি লেখছেন তারা!
কি করি আর কোথায় যাই!!!
ওগো হাশরের মালিক -রহিম রহমান!!
হাশরের দিন বাঁচাইও আমার -মানসম্মান!
তুমি বিনে নাই কেহ ইলাহ,নাই কোনো বিচারক!
ক্ষমার মালিকও তুমি আল্লাহ-তাই করি ফরিয়াদ!
পার করাইয়া দিও তুমি আমার পুলসিরাত!