যে অবস্থা তার হারমানে সামনে, বয়সটাও সত্তুর পেরিয়ে.!
পাগলি হয়ে সে রাস্তায় পত্রিকা করিল ফেরী!
নিজের জন্য সামন্য পুঁজি,
বাকি টা করলো দান মহীয়সী খুকুমনি!
স্বামী সংসার হীন, অভাগীর কপাল গেছে পুড়ে অকালে!
আপন মানুষ দূরে ঠেলে দিয়েছে,
যারা ছিল আপন রক্ত।
বেঁচে থাকা তাই বিরাট শক্ত!
নেই ভয় তাতে,, জব্দ হলো দুঃখ!
কষ্টকে জানিয় পরাজয়!
মুখে হাসি নিয়ে করেছেন কর্ম।
পাতে নাই হাত করেছেন দান!
হোক সেটা ছোট, তবু তার সবটুকু!
এখনো এতিম গুলো রয় তাকিয়ে পথো চেয়ে, হয়তো তুমি আসবে!
কিচু খদ্দর এখনো অপেক্ষা, হয়তো তোমায় থেকে খবরের কাগজ পড়বে!
খুকুমনি তুমি নিশ্চয় রবে বেচে, এদের হৃদয়ে
তুমি জ্বলতো মোমবাতি আলো দিয়ে নিভে বিলীন হয়েছে!
খুকুমনি তোমার দেওয়া সেই আলোতে,
পথ পেয়েছে কত!
তোমার দেওয়া ছোট দান, প্রাণ পেয়েছে না জানি কতশত।