একদিন মা তোমার ছেলে হবে অনেক বড়,
তুমি দেখে নিও!
সেদিন মাগো বাবাকে আর যেতে হবে না ছোমেলে।
দেখেছি মা কাঠের গুড়ি উঠাতে কত যে কষ্ট,,,
তবুও বাবা করে কাজ শুধু যে টাকার অভাব,!
দেখেছি মা রোদ বৃষ্টির মাঝে,,
ঐ ফসলের মাঠে,কষ্ট যেথায় থাকে লুকিয়ে,,
কত কাজ করে আসে,,,
তবুও কথা বলে হাসি মুখে।
কত ব্যাথ্যা আড়াল হয় ঐ হাসির তলে!
একটু খানি ভেবে দেখো বাবা কত কষ্ট করে।।
হয়তো ভাবছো মা,
আমার ছেলে কিছুই নাহি বোঝে?
সত্যি কথা বলতে কি মাগো!
আড়ালে আড়ালে এপ্রাণটিও কাঁদে।
মাগো তুমি দেখে নিও!
ইচ্ছাগুলো গুছিয়ে রেখো।
যদি থাকি বেঁচে,,, ইচ্ছাগুলো পূরন করবো হাসি মুখে।
দোয়া করো মাগো,,, থাকি যেন বেঁচে।
আনতে পারি সেদিন!
যেদিনে বাবা আমার থাকবে বসে আরাম আয়শে,,,
তুমি না হয় তার পাশে বসে গল্প করবে অতীত নিয়ে।