আজ দেখি মাছের মা-করছে পুত্র শোক!
আঁখি জলে ভিজে -মুছে আঁচল দিয়ে!
মাছের মায়ের পুত্রশোক দেখে-হাসছে সকলে!!
তাই আমিই হাসি মিটিমিটি-
মহাভারতের শকুনি উপাধি দিলেও!
কম হবে না কিছু জানি!
মাছের মায়ের পুত্রশোকে-
লাল রং কেন চোখে ভাসে?
মাছের মায়ের পুত্রশোকে -
ধিক্কার কেন দেয় লোকে?
কিছু শুধু কুমির আছে,মাছের মায়ের সাথে কাঁদে!
কুমির গুলোর উঠাবসা মাছের মায়ের কথাতেই যে!
পুত্রশোকে মাছের মা- লোক দেখানো দুখী হলেও কিছু!
তার যে দুখে আত্মাফাটছে - তার রাজত্ব ধ্বংস দেখে!!
সেই দুখের জলে ছল করে সে-পুত্র হারানোর শোক!