মালা কাল মাউত যেদিন দেখিবো।
আমার সময় সেদিন ফুরাইবে।
দেহ মায়া ত্যাগ করে, পারি জমাবো কবর দেশে।

জানি না মালা কাল মাউতের কোন রুপ দেখিবো।
কোন রুপে এসে সে দেখা দিবে মোরে।
কোন সে কষ্টে নিবে আমার রুহুটা ফিরে।

তার বিশাল ওই  হাত যখন রাখিবে,, বুকের উপরে।
(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) কালেমা  বেরয় যেন জবানে।

আযরাইল ফেরেশতা যখন আসিবে কাছে,
আল্লাহ তুমি সদয় হইও, হুকুম দিও তারে,
আমার রুহুটা নেয় যেন কালেমা বলার পরে।
নবীর সনে দরুদ পরবো,,, পরবো কালেমা।
আমার জানটা নিতে বইলো বেহেশত দেখাইয়া।

বেশি কষ্ট দিও না মাবুদ,, ও মাবুদ তোমারি তো বান্দা।
সকল গুনাহ ক্ষমা করে,,,, পাঠাও আযরাইল ফেরেশতা।

(সংক্ষিপ্ত)