লালন লালন সবাই বলে!
আমি খুজে পাইনা তারে!
মনে তে বাসনা জাগে -
লালনকে দেখিতে!।
বলো- কোথায় গেলে পাবো তাহারে?
লালনের যত ভক্ত বৃন্দ!
মানি না তার গুরুর শিষ্য!
কেবা শিষ্য হলে বলো -
স্থান পাবো লালনের বুক মাঝারে!
লালনের যত গান!
বান্ধিয়া রয় যে পরাণ!
ওই আমি হন্য হয়ে খুঁজি তারে!
কি আছে তার গানের মাঝে!?