চান্দের পাশে বইসা মনরে!।
ভাবিশ নিরালয়ে!
উঠান ভরা জ্যোৎন্সা থাকুক!
সুখ ছোঁয় যেন পরাণে!

পরাণ পাখি উড়াল দিলে!
ভাবিয়া করবি কি?
কোন কাজে জীবন ব্যয়!
কার যে করলি ক্ষতি?

ওই হাশরে বিচার দিনে,
কি হবে তোর উক্তি?
তারে কি আর পাবি সুধাতে!
যার মন ভাঙ্গছো মনরে!
নিজের সুখের লাগি!

ভাবিশ তুই মন রে -ভাবিশ নির্জনে!
কত ঋণ সুধালে জীবন পাবে মুক্তি!