ছিড়ে ফেলো নজরুলের সাম্যবাদীর বান!
পুড়িয়ে ফেলো রোকেয়ার গ্রন্থমালা,,,
নারীর সমান অধিকার চেয়েছেন যারা,,,
বিলীন করো তাদের,,,!
পুরুষ কলঙ্কীনি রাধা সাজ,,নারী ঘরের বার আজ!
নারীর চিল্লায়লে ধর্ষণ হয়,,, বিচারে হয় সাজা!
পুরুষ চিল্লায়লে ধিক্কার জানায় এরা!
সমান অধিকার এভাবে করছে প্রতিষ্ঠা!
নারী ধর্ষন হয় নিজ দোষে,,,
শাস্তি দিলে সমান শাস্তি প্রাপ্য হয় হিসাবে বলে!
পুরুষশাসিত,, পুরুষশাসিত সমাজ
ঘরের কোনে আত্নমর্যাদার ভয়ে,
পুরুষেরাই করছে বাস!
প্রতিবাদ করতে নেই,,, নারী নির্যাতিত,,
অবহেলিত!
নারী অবলা, অবোধ,,
মানতে হবে নারীর মান!
সর্বদা নারীর জয়গান,,!
তাই পুরুষ বিলুপ্তের পথে!
এমন দিন হবে আবারো কোনো
এক নজরুল বলবে সমান অধিকার চাই,,,
বাঁচতে চাই!