জীবনের ঘানি,,, টানি শুরুতে!
ত্যাগ করিলাম মায়ার বন্ধন কে!
ত্যাগে যদি থাকে সুখ,,,
কপালের লিখন!
আপনাআপনি এসে করিবে মিলন!
শিকর ছিন্ন হয়ে ভাসি নোনাপানিতে!
শিকরের টান বোধ হয় অবুঝ মনে!
ঝরে নোনা পানি! টানি জীবনের ঘানি!
সুখ সুখ লক্ষ্য করি,, দুঃ খ এসে ফির করি!
যায় না দিন,, কাটে না রাত!
সময় যেনে থেমে যায়, কষ্টের ছোয়ায়!
পানি চোখে ছলছল,,,মনে ভীষণ অভাব!
জীবন ঘানি টানিতে হবে,,, হয়তো করছো পাপ।
চৌদিকে হাহাকার,,, কষ্টের চিৎকার,,
বুক ফাটা কান্না,,, হাসির অন্তরাল!
জিবন ঘানি,,, বড়ই কষ্ট,,,
হয়তো হয়ে যায় জীবন নষ্ট!
ইহাই শেষ জীবনের লক্ষ!