হে পথিক!
কোন পথে হাটছো তুমি?
পথের শেষ জানোনি?
ওই পথ শেষে কি আল্লাহ পাবে?
নাকি পাবে শাস্তি!
কোন পথে হাটো তুমি -পথিক?
শেষই বা কোথায় তার!
সাথে কিছু রাখছো নাকি!
পথের শেষের দাবিদার!
পথিক তুমি পথ চেনোনি?
ভুল রাস্তায় পা বাড়াও যদি?
কুরআন নামের পথের ম্যাপ!
মস্তিষ্কে ধরো তুমি!
ভুল হবে না কোন চরণ!
চরনে চরনে পাবে তুমি-
পথের শেষের দাবি!
হে পথিক!
তোমার সঙ্গের সাথী কয়জন বলো ছিল?
কোন জনের পথ শেষ হয়ছে!
কয় চরনই বা তোমার বাকি?
তুমি পথিক জানো নি?
পথিক তোমার পথের ম্যাপে-
ভুল নাই কোন জানি!
ওই পথের সঙ্গের সাথী-
করো দিবারাত্রি!