হারিয়ে যেতে দেখেছি তোমায়!
কোনো এক বইয়ের পাতায়!
মনযোগ কেড়ে নিয়ে হাতছানি কল্পনার হৃদয়ে!
বাস্তবতা যেনো ফুটে উঠেছিল মুখে!

হালকা লিপস্টিক আর সাদাসিধে সাজ!
মা,, তোমায় ভালোই লাগছে-নিঃসন্দেহে আজ!
সাহিত্য তোমার মন ছুয়ে যাক -তৃপ্তি আসুক জীবনে!
কিছুটা সময় এই ভাবে থাকো বইয়ের পাতায়-
আমি চেয়ে  দেখি অপলক দৃষ্টিতে তোমায়।।

মুখ যেন বলে কথা, পাঠ্য বইয়ে যে গল্প লেখা!
ভীষণ করে ভাবাচ্ছে তোমায়!
হারিয়েছো তাইতো বইয়ের পাতায়!

অপরূপ তুমি মা,, আমার চোখে!
আমারে রেখো মা কোলের কাছে!
আমাকে যদি বলো এসে -
সহস্রাধিক বই দিবে লেখে -
এই ভাবে পড় যদি সময়ে অসময়ে!🙂🙂