ঘুমিয়ে থাকো জেগে উঠো না!
ইশ!  শব্দ করো না!
বোঝে যাবে তুমি ঘুমিয়ে নেই!
চুপটি করে ভ্যান করে থাকে পরে!
ভালো বাসবে সবাই তোমাকে!

জেগে উঠো, চোখ খুললেই দেখতে পাবে!
বদলে গেছে সেও!
যার কোলে মাথা রেখে ঘুমিয়ে ছিলে!

বলতে যেও না!  কেনো বদলে গেলো!
নিজেকে বলো কেন উঠে গেলে!
চারপাশ দেখে ভাবছো ঘুমিয়ে পড়বে!
পারবে না,,, একবার যে জেগে উঠে!
মরণ ছাড়া সে ঘুমায় না!

এটাই সমাজ এটাই মানুষ্যত্ব!
ঘুমিয়ে থাকলে মন মতো তোমায় নিয়ে খেলবে!
আর যখন জেগে উঠবে!
সব বদলে যাবে!

শুনে যাও শুধু জবাব দিও না.!
জবাব দিলেই তুমি বিরোধী!
হয়তো মরণ কোলে শুতে হবে!

আজীবন সংগ্রাম পণ করবে ভাবছো!
বুদ্ধি যে দিছিলো সেই তো পালালো!
তখন কি করবে' মাঝ পথে!

ঘুমিয়ে থাকো জেগে উঠো না!!