আমি আমার হয়ে কত কথা -
কল্পনার চাদরে মুড়িয়ে রেখেছি জমা!
তোমরা যদি তা জানতে!!

আমার গোপনে লুকানো ব্যথা -
কত কত, কত সহস্র  কথা -
প্রায় সমুদ্র সম কথা রয় মনে!

আমি জনসমুদ্রের সামনে দাড়িয়ে -
বলেছি কতশত কথা!
তবু কিছু কথা হলো না কাউকে বলা!
থাকুক সে কথা নয়, গোপনের কারগারে জমা!।


কথা জমতে জমতে পাহাড় সম হোক -
ব্যথা হোক হৃদয়ে!
তীব্র ব্যথা বুকে নিয়ে -এক বিশাল কষ্টে,
আমার মৃত্যু  হোক অতিকাছের সময়ে!!