আমি ব্যার্থ হলে, আজীবন ডাকবে
আমায় কৌতুকের বসে!
আর সফল হলে দু- তিন দিন মুখে মুখে!
সফল্য আসে যদি নিজ কর্ম গুণে!
তবুও তোমরা বলবে অন্য গল্প ফাঁদে!
অনেক কথা ব্যাক্ত হবে আমায় নিয়ে পথে ঘাটে!
আমি যদি ব্যার্থ হই কোনো কাজে!
জীবন ভরে উদাহারণ তোমরা বানাবা মোরে!
আমার ব্যার্থতার পথ তুমি নিবে না বেঁচে!
হয়তো আমি অক্ষম ছিলাম পারিনি বটে!
তুমি ক্যান যাবে না বলো আমায় দেখে?
তুমিও তো পারতো পারো সফল হতে কাজে!
আমি না হয় ব্যার্থ হইছি নিজ কর্ম গুণে.
না দেখে ক্যান করো সমলোচনা?
এতো পারো সফল হয়ে দেখাও!
কত ক্ষমতা!
সফল যদিও হই তবে করবে কি সুনাম!
পিছে পিছে সেই করবে হয়তো অন্য জনের দুর্নাম!
লোক মুখে শুনে নিবে গল্প ফাঁদবে মিছে!
সত্যি কথা বলতে কি-
আমরা মানুষ পারি বটে!
অন্যের দোষ ধরতে!