কতদিন পার হলে -
সোনার ছেলে ফিরবে ঘরে?
কতরাত কাটার পরে -
মাগো ফিরবো তোমার কোলে?
ভীষণ কষ্ট হয়,,বহুদূরে থাকতে!
মনের কান্না লুকিয়ে মা!
বহু কষ্টেও হয় হাসতে!
তোমার হাতের খাবার ছাড়া!
কখনো কি মোর পেট ভরে?
প্রতিবার খাবারক্ষণে তাইতো-
বোঝি বারবার মনে পরে!
কখন জানি? বড় একা লাগে।
চারিপাশে সবই অপরিচিতির মেলা!
শূন্য মনে, বাড়ির কথা করে যায় খেলা!
আমার ভিজা ভিজা চোখে ভাসে -
তোমার প্রতিচ্ছবি!
শেষ কথাটা আজো কানে ভাসে!
কবে আসবি বাড়ি?
ফিরবো আমি খুব শীঘ্রই!
ফিরবো তোমার আঁচলতলে!
এবার ফিরলে মা -
আঁচলভাজে লুকিয়ে রেখো!
সময় হলে হয়তো আবার -
উড়াল দিবে ঘরের অথিতি!