বাড়ি গেলে দেখা পাবো-
ঘরের চাউলের ভাত!
কোন প্রহরে কাটবে আমার-
ভাত খাওয়ারই স্বাদ?

বলতে ভাই পারো তুমি -
কবে যাবো আমি, যাবো আমার বাড়ি!!
আমার মা রান্না করে পাতিল ভরা ভাত!!
নাই কোনো ওয়াক্ত খাওয়ার,নাই কোনো বাঁধ!

যখন চাইবে - মন -
হরেক রকম তরকারিতে- সাজিয়ে পাত!
খেতে পারবো সারাক্ষণ  ইরি ধানের ভাত!

মনটা আমার চায় না ভাই -
নামি-দামি মনডা-মিঠাই!
মন টা আমার চায়ছে শুধু-
ঘরের চাউলের ভাত!!
কোন প্রহরে কাটবে আমার -
ভাত খাওয়ারই স্বাদ!