আজ ভীষন করে পড়ছে মনে!
অতীতের সেই দিন!
ফিরে যেতে যাই,,,, দাও আমায় ঋণ!

ফিরিয়ে নেও কে আছো শক্তিধর!
আমি আজ ব্যাথ্যায় হয়েছি বর্বর!

আমি ফিরে যেতে চাই আমার মায়ের বুকে!
আমি ফিরতে চাই আমার সেই চেনা গ্রামে!
যেথায় ভালোবাসায় জরজরিত!

আমি ফিরতে চাই,, চেনা মুখ গুলোর কাছে!
তাদের আজ ভীষণ মনে পড়ছে!
কেউ আমায় নেও ফিরিয়ে!
আজ আমি কান্না জুড়েছি এই দূরে!