চিন্তিত,,দেশটার কি হবে?
লজ্জিত,,ধিক্কার দিচ্ছে লোকে?
অপমানিত আজ বাঙ্গালি বলে!
গর্ব করার দিন চলে গেছে সেই কবে!

দিনে দিনে পরিবর্তন হচ্ছে যেন দেশ!
নেতা বলে উন্নতি হচ্ছে বেজায় বেশ!
দেখি না দুচোখে কোথায় উন্নতি ঘটলো দেশের!
চারিদিকে আজ আগুন জ্বলছে রোশের!


বাংলাদেশ নামে কি রবে মানচিত্রে!
নাকি বদলে যাবে উন্নতির পালাক্রমে!