স্তব্ধ দুপুর নিঝুম পথ,
থমো থমো আমি একা হাঁটি।
পথের দু-পাশ দেখে দেখে,
একলা মনে হাজারো গান গেয়ে,
দু-পা দু-পা করে চলি।
হয়তো বা কেউ পিছে রয় পরে,
কেউ বা চলে গেছে আগে,
তা-কি?দেখার উপায় আছে।
প্রকৃতির সাজের ছবি দেখে,
ফিরাতে পারছি না চোখ,
ঔ পথের দিকে!
বৃক্ষের পাশে যায় বয়ে নদী,
কল কল বুঝি তাঁর ধনি।
কত রং বেরং এর পাখি,
করছে কিচিমিচি ডাকাডাকি।
পথের ধারের জঙ্গলে অচেনা,
অজানা পোকাগুলো ডাকছে,
বুঝি আমায়!?
শোনা যায় ঝর্ণার ঝর ঝর দূরে,
যাবো আমি বহু দূর চলে!
দুপুর বেলা নীল আসমান ,
মাঝে মাঝে সাদা মেঘের ভেলা,
ভেসে যায় দূর বহু দূর চলে,
আসে নাতো ফিরে।
আমিও যাবো চলে,
আসবো নাতো ফিরে।
সময়ের তালে তাল মিলিয়ে চলতে হবে,
থামতে চাইলেও যাবে না থামা,
প্রকৃতি আর সময় কাহারো জন্য অপেক্ষা করে না,।
চলে যাবো শেষ প্রান্তে হয়তো,
সেদিন দেখিবো না আলো।
সবই থাকবে, থাকবে এ অচেনা পথ।
শুধু থাকবো না আমি,
সবই সাজবে নতুন রুপে প্রকৃতির গুনে,
শুধু আমিই নিচিহ্ন হবো মাটির বুকে,
এই অচেনা পথ দেখে দেখে।
মরণের ওপারে!!!