* চোখের জল আমার শান্তির ছোয়া,
হৃদয় করে হালকা।
*চোখের জল আমার মনের বাসনা,
প্রাণের আকাঙ্খা,
হৃদয় জুড়ানো ব্যাথা।
*চোখের জল আমার আপন সুর,
দূঃখ গুলো করেতে চায় দূর।
*চোখের জল আমার মনের কথা,
বাস্তব কল্পনাতে আসা শত ব্যাথা।
*অনুশোচনার ভয়ে, না বলা বহু কথা,
মনের ভিতর রয় যে জমা,
চোখের জল আমার ভাবনা চিনতে,
প্রকাশ করে ঝড়ে পরে।
শত আফসোস আর আনন্দ,
চোখের জল তার এক মন্ত্র,,,,,
*চোখের জল আমার হতে পারে নোনা,
কষ্ট গুলো এ ছাড়া আর কেউ বোঝে না।
* চোখের জল আমার খুবই আপন,
ছেড়ে যাবে না শত বিপদে,
বইবে আমার নয়ন তলে,
যে পর্যন্ত এই দেহ প্রাণ থাকে,,,,,,