আমি বাংলা ছাড়তে চাই!
আমি বাংলা ছাড়তে চাই!
ভালোবাসায় হৃদয় করে কান্না,তবু আর না!
ছাড়বো এ বাংলা!

দূর্নীতিতে জীবন যায় যায় ,,,, রাজনীতিতে ভরা!
সংসদে আজ গান হয়! দেয় কুরআনের বান
আন্দোলনে ঝরে শুধু প্রজাদের প্রাণ!

ছাড়বো এ বাংলা,, পাড়ি জমাবো ভিন দেশে!
বিদেশি হয়ে থাকবো তবুও
এ বাংলা ছাড়বো!

বাংলাকে আজ ভীষণ করে বলতে ইচ্ছে করে!
কিসের জন্য স্বাধীন করছি আমরা তোমাকে!
এর জন্যই কি রক্ত দিয়ে মুক্তি করছি তোমায়!
ধিক্কার জানাই বাংলা তোমায়!
আপন করে রাখতে পারলে না আমায়!

আমি ছাড়তে চাই এ বাংলা!
যদিও হৃদয়ের ভিতরে আজীবন রবে!
ভালোবাসি যে তোমাকে!