কে গো তুমি মানব,, এমন আকুল করলা মোরে,,
তোমার হাসি লুকাইয়া রেখে!
তোমার ঠোঁটের কিনারে!
তোমার চাপা ঠোঁটের মিষ্টি হাসি!
মন কেরেছে!
বারে বারে বলছে সে তোমায় ভালোবেসেছে!
বেহাইয়া মনটা কথা শুনে না!
তোমার কথা ভেবে শুধু হয় দেওয়ানা!
তোমার মুখের মুচকি হাসি!
মনচায় লুকিয়ে লুকিয়ে দেখি!
সত্যি বলতে আমি তোমায় ভালোবেসে ফেলেছি!
তোমার হাসি দেখলে আমি!
কষ্ট যাই ভুলে,, কল্পনার জগতে হারিয়ে যাই
হয়তো তোমায় নিয়ে!
হাসলে যেনো চেয়ে থাকি সারা জনম ধরে!
তোমার হাসির কারণে জীবন মোর যাবে জলে!
তোমার হাসি লুকিয়ে রেখে!
তোমার ঠোঁটের ভাঁজে!
মান অভিমানের গল্প লিখো!
হাসির অন্তরালে!