আমার মায়ের মত কে আছে দরদী?
কে আর ব্যথা বুঝে-
হয়রে দুখের সাথী!!
ব্যথার রাত ফুরায় না-
দীর্ঘ হয় যেন বেশি!!
ব্যথার জন্য বিফলে যায় -
আমার চোখের পানি!!
থাকতো যদি- মা কাছে!!
দেখতো যদি চোখের পানি!!
সারানিশি জাগিয়া রইতো-
মাথার ধারে বসি!!
মায়ের মতো পরম যন্তে -
কে আর রাখে ভবে?
মা যে আমার দূরের পথে -
দূর দেশেতে থাকে!!