রাত নির্ঘুম কাটে,,,,,,,,,, বিরহের কারণে,,,,
তোমার সুবাস বেলি বয়ে বাতাসে!
মুগ্ধ আহা! সে কি সুবাস,,,,
ঘ্রাণে আসে শান্তির আশশাস।।
মুহো মুহো বাতাসে বেলি তোমার সুবাসে মন যায় ভরে!
হারিয়ে যেন যাই নচিকেতোনার দেশে।।।।
সবুজে ছায়া বৃক্ষে তুমি,,
দূর্লভ শোভা।
সাদা পাপড়ি গুলো তোমার মন তুলি তে আকা।
সৃষ্টিকর্তার এক অপরুপ মহিমা তুমি!
তোমার গুনগান গাহি তাই আমি!
মন ভুলানো সুবাস তোমার চাদনী রাতের পরশ,,,
ভুলি আমি কমল - কানন,, ভুলি নিজ মন,,,,,
বেলি তুমি অপরূপ,,, সবুজ বৃক্ষের মাঝে,,,,,
বেলি তুমি সবাসের রানী এ বিশ্ব আমার কাছে।।
রাতের আধার যখন গ্রাস করে চারিপাশ,,,,
ছড়াও তুমি বেলি ফুল,, নিজ সুবাস,,,
মুহু মুহু বাতাসে বেলি,,,,,,,,,,, মুগ্ধ করো মোরে।