😶😶

বহুদিন হলো বাবা তোমায় দেখি না দু চোখে!
নয়নের নীড়ে অশ্রু গড়ে তোমায় মনে পড়ে!
হালকা করে মন দোলে আবার কান্না আসে চোখে!
বহুদিন হলো দেখি না বাবা তোমায় আমার দু চোখে!

তোমার মুখে শাষনের চিৎকার, খুব যে মানিয়ে ছিল!
তোমার মতো শাষন আর কেউ করেনিতো!
বায়না আর হয় না ধরা,, তুমি বহুদূরে!
শত বায়না পূরণ হতো হয়তো কাছে থাকলে!
বাবা আজ মনে পড়ছে তোমায় ভীষন করে !

নেইতো কিছু চাওয়ার আজ,,,, চিন্তা করো না!
আমার মুখে শত হাসি আজ মিথ্যার অন্তরালে!
বড় হয়েছি বাবা,, আমি,, তাইতো তোমায় ছেড়ে দূরে!

মন খারাপের কারণটা আজ তোমায় ভালোবাসা!
চোখের জোয়ারে আজ বন্যার আশঙ্কা!
হৃদয় জুরে ব্যাথ্যা!
হাহাকার করছে মনটা তোমায় দেখার আশে!
ভালো থেকো বাবা তুমি, আমার থেকে দূরে!
সময় হলে দেখবো তোমায় দুই নয়ন ভরে!

ভালো থেকো বাবা তুমি!