বিষাক্ত নগরীতে সবকিছুই বিষে ভরপুর।
আমি এক কীটপোকা আতঙ্ক প্রাণে বেঁচে রই।

কখন যে কি হয়?
আশঙ্কা মনে ভীতু হয়, পিঠ যেন দেওয়ালে।
মুখে তীব্র ছাপ চিন্তার।

কল্পনার মেঘে পড়েছে ঢাকা চারিপাশ,
অন্ধকারে করচ্ছি একা হায়হুতাশ।

বিষাক্ত নগরীতে মন নাহি চায় কিছু-
একটি স্বপ্ন তবু ধরে আছে পিছু!
বাঁচতে হবে!
(সংক্ষিপ্ত)