ক্ষমা একটি মহৎগুন -তবে সর্বক্ষেত্রে নয়!
কিছু অভিযোগ লিখেছি হৃদয়ে!
হয়তো তার শেষ হবে হাশরে!!

কোথাও যদি করে থাকি যাররা পরিমাণ পুন্য!
তারই উছিলায় - আমি চাইবো সত্য!!

অনিশ্চিত এই ভুবন মাঝে কতকাল  রবো?
অভিশাপ দিয়ে কেনো হবো ছোট?

মন চায় লোকে বলুক শত কথা!!
বিচারের মালিক তো শুধু এক আল্লাহ।


কাকে আমি ধরবো ঐ হাশরের মাঠে?
পরিচিত মুখ যে সকলে!
তাইতো বারংবার করি ক্ষমা!!
তবু একটি চাওয়া প্রকাশ পায় যেন সত্যতা!

মিথ্যা দোষে দোষী বানায় -কেন রাখো ভবে?
আযরাইল পাঠাইয়া তুমি তুইলা নাও মোরে!
নয়তো আমায় বাঁচতে দাও -নির্দোষ হয়ে!
না হলে তোমার নামেই বিচার দিবো -
আমার নবীর কাছে!!