আমারে কি পরে মনে?
কোনো নির্জন সময়ে!
কিংবা স্তব্ধ রাতে একাকি থাকলে,
আমারে কি মনে পরে?

আমার কথা মনে করে কি?
কখনো হেসে উঠো একাকি!
আমার কথা মনে করে কি?
কখনো হও উদাসীন!

যদি বৃষ্টির সময় থাকো একা,,
হাতের ফোনটাও বিরক্ত হয়ে পাশে!
কই! তখনো কি আমার কথা মনে পরে না!

নাকি! মনে পরে সবি!
মনেই রাখো আড়াল করে!
আমারে যে বাসোভালো!
হয়তো প্রকাশ করোনি কখনো!

আমারে কি মনে পরে বলো?