এখন আর তোমায় ভাবি না,
ভাবনা পাতায় তোমায় আরদেখি না,
হারিয়ে ফেলেছি তোমায় সুখের তলে,
এখন একাকি আছি নিজ চিন্তা করে।
ভাবনা পাতা উল্টাই এখন নতুন আশা নিয়ে,
তুমি তো চলে গেছো নিরাশা করে,,,,,
তাই আর ভাবি না তোমার কথা,,,
তুমি তো দিয়ে ছিলে ব্যাথ্যা,,,
তাওতো রেখেছিলাম ভাবনা পাতা,,,,
ভাবি এখন নতুন উদ্দমা,,,নতুন আশা,,,
বিরহ তলে রাখছি জমা,,,,,
তোমার সাথে কাটানো কিছু সময়,,,,,,
ভাবনা পাতায় তা এক অতীত হয়ে রয়েছে জমা,,,,
ভাবি এখন নতুন কাল,,,,,,
তুমি যে কালে,,,,, নেই,,,,
নতুন কেউ ধরবে বলে হাত,,,,
ধরিনি তো কারো হাত,,,,,,
ভাবি এখন এক মনে অতীতের পৃষ্ঠা উল্টিয়ে,,,
একটি উপন্যাস হয়ে রয়ে গেছো তুমি,,,,,,
অতীতের খানিক পৃষ্ঠায়,,,,,
এই বেলা তাই ভাবি না তোমায়,,,,,
রাখি না কো মনে,,,,,,,,
আমার এক মন কথা বলি নিজ সনে,,,,,
কখনো হাসি কখনো কাদি,,,,,
দেখো না তো কেউ,,,,,
আমার ভাবনা চিত্তে হয়তো তুমি অমর কেউ,,, ,, 😭😢😥