বয়স আঠারো হতে   না হতেই!
অজানা ঝড়ের ঝাঁপটা এসে বিধে!
চারিপাশ আধার হয়ে আসে!
তবুও যেন সূর্যের তাপে ঘাম ঝড়ে!
কারণ আমি পুরুষ!

বয়সের অজুহাত শেষ হয়নি এখনো!
কিছু সময় রয়েছে আরো বাকি!
তবুও চারিপাশের অভিযোগ বক্সগুলো ভর্তি হয়ে-
জমতে, জমতে!
উলট পালট আমার মস্তিষ্ক!
কারণ আমি পুরুষ!

নাই ঠাই, নাই বিশ্রাম, চিতায় থাকি মগ্ন!
আঠারো না  পেরুতেই যে ঝড়ের শুরু!
শেষ হবে তা কত গুণে?

কত প্রহর পেরিয়ে,কত বানী শুনে?
কত বাস্তব চিত্র দেখে চোখে!
বিদায় জানাবো এই ধরনীকে?