আধারে যদি তুমি চিনে থাকো পথ!
আমারে কি দরকার বলো পাশে?
শুধু আমিই হারিয়েছি আঁধারে!
সূর্য কি উঠবে বলো আমার আকাশে?
দেখা পাবো,
পাবো বলে হাত রেখেছি বাড়িয়ে!
জানি তুমি আসবে না কভু!
তবুও মনের সাহস যে তুমি!
আঁধারে হারিয়েছি আমি!
আধার কেটে যাবে হয়তো!
রয়ে যাবে সৃতি!
দেখা হবে কোনদিন!
গল্পে গল্পে বলবো সবি!!
তোমাকে ছাড়া প্রতিটা মুহুর্ত!
আধারের সমতুল্য!
সে কি তুমি জানো!!
আঁধারে হারিয়েছি আমি!