একুশ তুমি আমার মনের
চেতনার বাতি ঘর,
একুশ তোমার প্রেমে আমি
হয়েছি যাযাবর।
একুশ তোমায় ভালোবাসি
জীবনে মরনে,
তোমার চেতনা জাগ্রত করে
আমায় ক্ষণে ক্ষণে।
যে ভাষার তরে জীবন দিল
রফিক সালাম জব্বার,
তাদের তরে সালাম জানাই
আমি অধম বারবার।
জানিনা সে ভাষায় কি আছে মধু
আছে কোন বরকত
সে ভাষা যে মায়ের ভাষা
নেই তার কোন হরকত।
মায়ের গর্ভ হতে এসে যেদিন
দেখেছি পৃথিবীর রূপ,
সেই দিন হতে মাতৃভাষাকে
ভালোবেসেছি যে খুব।