উত্তরের উত্তর পত্র
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

বাস্তবতার বড় কোন কঠিন দোহাই
আমাকে দিয়ে লাভ নেই!
তুমি শুধু বন্ধুত্বের আচল পেতে দিলেই চলবে।
বন্ধু হয়ে যদি হাত বাড়িয়ে দাও!
আমি আমার সমস্ত উপহার তোমায় দিয়ে দেব।
বিশ্বাস কর,
আমি কোন সংক্রান্তি করছি
'না'
এ আমার আত্ম প্রবন ভাষা।
এক কথায় আমি সংক্ষিপ্ত নই-
নই কোন কৃপণ প্রেমিকের মত কোন যুবকের
গুলাপ চাষের মালি।
আমাকে, আমার দক্ষিণ চেনার
আকাশ সম সাহস আছে।
আমি কোন দ্বিমত অণুকরনে বিশ্বাস করি না।
বন্ধুত্ব আর ভালোবাসা আমার কাছে এক নয়।
আমার প্রথম এবং শেষ,
আমি আমার সংলাপে দারুণ সংকামুক্ত।
তুমি যেই হও,
আমার যুক্তিতে তুমি আমার বন্ধু
তার বেশি কিছু নও।
আর কোন পক্ষপাত রাত্রির জাল বোনা
সম্ভব নয়,
তোমার সুলভ উষ্ণতা তোমারি থাক।
নয়তো বিশ্বাস পুতে রাখ,
আমার চৌখ থেকে ছিটকে পড়া
নির্লজ্জ অনুভূতি।
জানালার পাশ থেকে
বায়ান্ন শিরির শেষ ভাগ পযর্ন্ত
আমি আলো ছড়িয়ে ছিলাম।
আমার নিজ নির্লজ্জ ব‍্যহায়া
অন্ত-চৌক্ষু দিয়ে।
তখন তোমাকে কেমন জ্বলমল দেখাচ্ছিল,
এখন যে দেখাচ্ছেনা তা নয়।
তাই ছিল উন্মাদনা আমার
তোমার প্রহসনে বেজে উঠার জন্য।
তাই বলে কোন বিলুপ্ত ভালোবাসার সুঠাম বচনে
তুমি আমায় ভ ডুবতে বলোনা।