হুংকার ছেড়ে দামাল ছেলেরা
দিয়েছিল গর্জন,
লাল সবুজের পতাকাটা
তাদেরই তো অর্জন।
বুকের রক্ত পায়েতে মিশিয়ে
পেরিয়েছে রাজপথ,
দমাতে পারেনি হিংস্র হায়না
তাদের সে দৈরথ।
পায়ে পায়ে তাল মিলিয়ে
কাধে রেখে হাতে হাত,
বাংলা মায়ের সন্তান তারা
চিনিয়েছিল জাত।
যে জাতি অবিনশ্বর আজ
মাতৃভাষার তরে,
নত মস্তকে নিখিল বিশ্ব
তাদেরই স্বরণ করে।
২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস
স্বীকৃতি বিশ্ব মাঝ,
সেই জাতির হয়ে জন্ম নিয়ে যে
মাথায় পড়েছি তাজ।