কেমন জানি আমি দুঃখ আছে জানি
সুখ সাগরের আশায় তবুও করছি হানাহানি
কেমন জানি আমি।
তন্দ্রা বিহীন চোখ যে আমার সদাই সজাগ বেশ,
সুখের নেশায় মত্ত্ব যে তাই নাই যে কোন ক্লেশ।
দেহ আমার লোহায় গড়া হাত যেন হাতুড়ি,
সুখের দেখা পাবো আশায় বুক পেতে লই বারি।
ক্লান্তি বিহীন জীবন আমার কর্ম করে যাই,
এতো করেও একটু যদি সুখের দেখা পাই।
গ্রাস করেছে জীবন আমার দুঃখের দাবানলে,
সুখের নেশা আজ আমাকে পিষছে যাতাকলে।
সুখের নেশায় ছুটছে যে সব মানুষ দলে দলে,
অতি সুখের সন্ধানী আমি রইলাম পরে তলে।
সুখ বুঝি আর এই জীবনে আসবেনা কোনদিন,
সুখের নেশায় মত্ত্ব হয়ে জীবনটা-ই হলো মলিন।
বিষাদ সিন্ধুর অতলে যে হাড়িয়ে গেলাম কবে,
দুঃখের মাঝেই জীবন আমার পার করিলাম ভবে।