রানা বাবু রানা বাবু
ভাত খেয়ে যাও,
লেখা পড়া শিখতে বাবু
স্কুল মাঝে যাও।

লেখা পড়া বড় ধন
সর্ব লোকে কয়,
সব জায়গায় থাকে অটল
নাহি তাহার ক্ষয়।

কাহারও সাথে তুমি বাবু
ঝগড়া নাহি কর,
মনোযোগ দিয়ে বাবু
লেখা পড়া কর।