এই যে পাখি!
কি ভাবছো মনে?
বলবে কি মনের ভাব
আমার শনে।
সবাই শুধু বলে কেবল
মাছ তুমি খাও!
এতো কথা বলার পরেও
লজ্জা নাহি পাও।
মাছ কিন্তু খায় সব পাখি
সর্বত্র কেন তোমার নাম দেখি?
সব পাখি মাছ খায়
ধীর স্থির মনে,
একটি মাছ দেখলে তুমি
ধর প্রান পণে।
এই যে লাফ দাও তুমি
রেখেছো কি দাম,
এখন তুমি ভেবে দেখ
কেন? তোমার নাম।
ঠুটটি কিন্তু তোমার
খুব বড় হয়,
মাছেরা তা দেখে
পায় খুব ভয়।
এই যে পাখি -
রাগ করেছ মোর সাথে?
তোমার সাথে কথা বলবো
ভেবেছি কাল রাতে।
রাগ করোনা আমার সাথে
কথায় তুমি,
তোমার শুধু কার্যকালাপ
বলিলাম আমি।