অণুমিতা-
এসো এ বসন্তে,
ঝিঝি পোকার আলোয় রাতের জ্যোৎস্না মাখি
দুজনের গায়ে।
চারিধারে ঘেরা বিষন্নতা কাটিয়ে
ভালোবাসা আজ ভাগাভাগি করি
ঝিঝি পোকা আর জ্যোৎস্নার সাথে।
দূর্বাদলে ঢাকা প্রিয় গোমতীর পাড় ধরে
হেঁটে যাই অনন্ত্য পথ।
চোখে চোখ রেখে হারিয়ে যাই
অগণিত তারাঁদের ভিরে।
চলো তবে -
ভালোবাসার রং ছড়াই
সাতার কাটি জ্যোৎস্না মাখা গোমতীর জ্বলে।