পরান পাখি উড়াল দিলেই
হয়ে যাবো লাশ রে,
পাড়া পড়শী সবাই মিলে
কাটবে ঝাড়ের বাঁশ রে।
বরই পাতার গরম জলে
দেহ ধুয়ে নিবে
সাদা কাপড় আমার গায়ে
জড়িয়ে যে দিবে।
বিদায় কালে তুলবে কাধে
কবর পারে নিতে
একই মাঠে জড়াও হবে
আমায় মাটি দিতে।
চল্লিশ কদম হাটবে ওরা
এ কাধ ও কাধ করে
সবাই মিলে রাখবে আমায়
ওই না কবর ঘরে।
কাঁদবে স্বজন পাড়া-পড়শী
আমার জন্য ওরা
এভাবে তেই জনম জনম
চলবে যে এই ধরা।