পদ্মা, মেঘনা বহমান আজও
এই বাংলার বুকে,
তোমার বিরহে বঙ্গভূমি
কেদেঁ মরে ধুকে ধুকে।
জন্ম না হলে জন্ম নিতনা
এই বঙ্গভূমি,
বলি যার কথা সেতো হলে
বঙ্গবন্ধু তুমি।
তোমারি জন্মে জন্ম নিলো
স্বাধীন বাংলাদেশ,
তোমার ত্যাগের ইতিহাস লিখে
করা যাবে নাকো শেষ।
তুমি ছিলে আছো এই বাংলায়
হয়ে শ্রেষ্ঠ সন্তান,
ভুলবেনা কভু বাঙালি জাতি
তোমার সে অবদান।