১৬ই ডিসেম্বর -
তুমি আবার এসো ফিরে।

তুমি আসলে মোদের গর্ভে যে বুক ভরে
তুমি কি জাননা কত রক্ত দিয়েছে
বাংলা মায়ের সন্তান তোমার তরে।

১৬ই ডিসেম্বর -
তুমি আবার এসো ফিরে।

তুমি কি জাননা তোমাকে পেতে
বলি হয়েছে কত শত তাজা প্রান
তোমাকে পেতে কত সহস্র জীবন করেছে দান।

১৬ই ডিসেম্বর -
তুমি যে স্মৃতিতে অম্লান।

তুমি কি জাননা তোমাকে পেলে
জেগে উঠে কত প্রান
নতুন করে বাচঁতে তারা করে চলে সংগ্রাম¡