জীবন ঝড়ে জব্দ
ছোট গল্প, সাজে পসরা।
এত ভার, ভারী অসংকোচ
বাঁধনের চিৎকার, যেন মৃত্যু।
স্মৃতিগুলো কত স্বচ্ছ,
কখনো পড়েনি ধুলো।
নিত্য বেদনায় প্রতিবার
কাড়ে ঘুম, নির্ঘুম যন্ত্রণা।
বহু কণ্ঠ, বহুরুপী
ভারী শ্বাস, শিরে তাজ।
কত অসহ কথা, বিষাক্ত স্মৃতি
কানে ঢেলে দেয়।
মন চায়, ফিরে যাই,
অতীতের ও সীমানায়।
ছোট জানালায় হাতখানি,
ছিড়ে আনি কুৎসিত।