জীবন আজ অনিশ্চিত
চেতনা মৃতপ্রায়, স্বপ্নহারা।
শৈশব নেই, তারুণ্য পঙ্গু
পথহারা কৈশোর।

কতকাল, কত বেড়াজাল
কথাগুলো জড়তায় ঘেরা
ঘাম ঝরে ঝড়ো বেগে
হাঁসফাঁস, একগুঁয়ে স্বভাব।

নিষ্প্রাণ, প্রতি হিংসা
হীনমন্যতা কাটে না,
নিজেকে নিজে করছে খুন
কখনো স্বজনহারা।