মুঠি ভরা সময়, নেই অবসর।
দেখ চারিদিক, কত যান্ত্রিক
শুধু আমি কেন চুপ?
জানি, নিরুত্তর সব।
দুটো শব্দ শোনার আকাঙ্ক্ষা
কতই না জোরাজুরি করে।
কড়া নাড়ার শব্দ বড় বেমানান
অনিচ্ছায় অবশেষ, শেষে নিরাশা।
অর্থ নেই, স্নেহ কিনতে পারি না
তবু আগলে রাখা আবদার,
ঝুড়ি খুলে বসে, না মেটানো শখ
ধৈর্যহারা সময়ের সঙ্গী মাত্র।