ইট পাথরে দাড় করিয়ে খ্যাতিমানের স্মৃতি,
তার সুজনে প্রেম কাননে প্রকাশ করে প্রীতি।
কেউ বা বলে কোরআনেতে মূর্তি গড়া মানা,
কেউ বলে তা স্মৃতি ফলক আছে কি ভাই জানা?
পথের ধারে দেখছি কতো প্রাণ বিহনে মরা,
কীর্তিমান-এর মূর্তি খুব যতনে গড়া।
অবাক করা রূপ তাহার সুঠাম দেহ খাড়া,
অনড় হয়ে দাড়িয়ে থাকে দেয়না ডাকে সাড়া।
বলছে কেউ দেখলে তাকে অনুপ্রেরণা পায়,
স্মৃতি ফলক ভাস্কর্য নহে উপাস-নায়।
ধর্মভীরু মুসলিম তা মানতে নাহি চায়,
প্রাণী সদৃশ বস্তুকেই মূর্তি বলে যায়।
সম্মানিত লোকের স্মৃতি রাখবো বলে যারা,
হাজার খানি যুক্তি টানি আনছে আরো তারা।
প্রাচীন হতে মূর্তি দেখি ইট-পাথরে গড়া,
হিন্দু মতে দেব দেবীতে পূজা করেন তারা।
বলছে কেউ তর্ক করে লাভ কি তাতে ভাই?
ভাস্কর্য ও মূর্তিতে বিভেদ কোথা পাই?
অমনি করে যুক্তি আনে ভাস্কর্য নিয়ে,
অভিধানে তা মূর্তি বলে দেখো দুচোখ দিয়ে।
_______________________
✪ রচনা: ১০-১২-২০২০ইং
☞নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং কোরআন সঠিক পথ প্রদর্শক❣️