মানব সেবা মহা কর্ম
আঁধার ঘেরা ভবে,
প্রভুর দ্বারে দু'হাত তুলি
সুখে থাকুক সবে।

ভুবন মাঝে যাদের মনে
দুঃখ রাশি রাশি,
তাদের লাগি প্রভুর কৃপা
চাইতে ভালো-বাসি।

সুখের দেখা সবার মিলে
আদর স্নেহ পেলে,
ভালোবাসায় হাসতে শিখে
দুখী কৃষাণ জেলে।

ভালোবাসার চেয়ে মহৎ
আর তো কিছু নাই,
সকাল সাঁঝি তাইতো আমি
সবার ভালো চাই।

ভবের মাঝে সবার মনে
পাই যে খুঁজে ঠাঁই,
ভালোবাসার প্রদীপ জ্বেলে
যখন যেথা যাই।

______________________
✪ রচনা : ২৯-০৯-২০২০ইং