উদাসিনী  মন কিছু পায় বা না পায়,
হেলা  অবহেলে তবু   যায় দিন যায়।
একে একে দিন তাই বেয়ে পার হতে,
বেলা অবেলায় চলি অজানার পথে।

প্রভাতির সূর্যে মেঘে  জাগে রঙ ধনু,
আকাশকুসুম খানি  যেনো কৃশ তনু।
সুজলা  সুফলা মাটি   মাঠ পরিবেশ,
জল ভরা  নদী আর  আছে পরমেশ।

জীবন জলের মতো  নয়তো সরল,
সময়   ফুরালো  যত   ততই  গরল।
মাঝে মাঝে মনে হয় কিসে এতো হেলা,
ফিরে পেতে চায় মন সেই ছোট বেলা।

অকূল  নদীর  ঘাটে  ভাসাইয়া  ভেলা,
বন্ধু দের সাথে নিয়ে করি কতো খেলা।
প্রতিটি বিকেল  ছিলো  অরণ্যে চারণ,
গোধূলি পেরোলে বাড়ি ফেরার কারণ।

আজো চোখে ভাসে সেই শৈশবের স্মৃতি,
সকলের মাঝে ছিলো কতো প্রেম প্রীতি।
আবার  আসিবে  কবে   হৃদয়ের  টানে,
এমনো সুখের দিন  পাবো কোন খানে?