আঁধার ঘরে প্রদীপ জ্বেলে,
রাত কেটে যায় দিন,
আশায় আছি কবে মনে
বাজবে সুখের বীণ।
কোথায় আছি কেমন আছি
কেউ নিল না খোঁজ,
একলা বসে শূন্য দোরে
কাটে আমার রোজ।
নিঝুম রাতে প্রহর গুনি
খুঁজি সুখের ঘর,
পাশে আমার রয়নি কেউ
সবাই ভাবে পর।
শূন্যতা আজ মনের ঘোরে
পাইনা কারো ঠাঁই,
নয়ন জলে কপোল ভাসে
কলজে পুড়ে ছাঁই।
হৃদয় মাঝে শত ব্যথার
বাজে করুণ সুর,
আশার আলো খুঁজতে ছুটে
স্বপ্ন বহু দূর।