জীবন সাথী দুঃখ আমার
সুখের দেখা নাই,
নয়ন জলে ভিজে আমার
কপোল ভাসে তাই।
কোথায় গেলে সুখের দেখা
মিলবে বলো ভাই,
জন্ম দাতা পিতা আমার
জগৎ মাঝে নাই।
পিতার শোকে কাতর হয়ে
পাথর হলো বুক,
এই জীবনে পাবো কি আর
ফিরে পিতার মুখ।
হতাশ হয়ে ভাবছি আমি
কাঁদছি প্রতি ক্ষনে,
দুঃখে কষ্টে ভরা হৃদয়
শান্তি নাহি মনে।
দুখ সাগরের মাঝি আমি
বইঠা নাহি পাই,
আপন যিনি ছিলেন সে-তো
ভুবন মাঝে নাই।