টগবগানো সূর্য যবে  পুব আকাশে ভাসে,
জাগেরে সে প্রতিবাদ যে  অটল অবিনাশে।
এমন একটি একুশ আছে  বিশ্বের ইতিহাসে,
বাঙলার বুকে জাগিল রে  ফেব্রুয়ারী মাসে।

রূদ্ধ করা আইনের ধারা  ছিন্ন করে সকল,
বায়ান্নতে ছাত্রসমাজ  রাজপথ করে দখল।
রাষ্ট্রভাষা উর্দু নহে  বাঙলা মোদের বুলি,
উত্তপ্ত সেই আন্দোলনে  পুলিশ চালায় গুলি।

বুলেট বুকে সালাম বরকত  জীবন দিল বলি,
উৎকণ্ঠিত শহর-বন্দর  নগর অলিগলি।
ফেব্রুয়ারীর একুশ তারিখ  আনলো ঘরে তুলি,
বুক ফাটা সে রক্তঝরা  বর্ণমালা গুলি।

রক্তে রঙিন পথ ও প্রান্তর  রঙিন নদীর কিনার,
জেগে ওঠে বাঙলার বুকে  স্মৃতির শহীদমিনার।
একুশ তারিখ নব রূপে  ফুটলো ভাষার কলি,
অ আ ক খ বর্ণমালার  বাংলার কথা বলি।

সকল ভাষার চেয়ে সেরা  আমার মাতৃভাষা,
এই ভাষাতে মুগ্ধ দেশের  কুলি মজুর চাষা।
এই ভাষাতে ভালোবাসা  জাগে সবার প্রাণে,
সুশোভিত শহীদমিনার  হাজার ফুলের ঘ্রাণে।

____________________________
✪ রচনা: ২১'শে ফেব্রুয়ারী ২০২১ইং